Posts

Showing posts from April, 2014
Image
ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয় হজরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন, দ্বীন (অর্থাৎ দ্বীনের বিধি-বিধান ও এর বিভিন্ন পন্থা) অত্যন্ত সহজ সরল। কিন্তু যে ব্যক্তি দ্বীনের সঙ্গে বাড়াবাড়ি করবে সে পরাজিত হবে। তাই সবার কর্তব্য হবে, সঠিকভাবে দৃঢ়তার সঙ্গে ইসলামের নির্দেশিত পথ অবলম্বন করে বাড়াবাড়ি না করে ধীর স্থিরভাবে মধ্যমপন্থা অবলম্বন করে চলা এবং আল্লাহর রহমত ও করুনার আশা পোষণ করা এবং সকাল-বিকেল ও শেষরাতে নফল এবাদত দ্বারা অধিক নৈকট্য লাভ ও উন্নতির পথে সাহায্য গ্রহণ করা। বোখারি, প্রথম খণ্ড,হাদিস নম্বর-৩৫। ইসলাম সহজ, সরল ও সত্য ধর্ম। সাম্যের ধর্ম। বিভেদ ভুলে এক হয়ে চলা ইসলামের অন্যতম শিক্ষা। কিন্তু সেই সাম্যে, সহজ, সরল ও সত্য ধর্মে আজ নানা মতের ছড়াছড়ি। যে যেই মতের তার কাছে সেই মতই সঠিক। বাকি সব মতই ভুল। আর এই কারণেই এতো অসহিষ্ণুতা। সবাই বুঝে না বুঝে ইসলাম রক্ষায় ব্যস্ত। আর এই ইসলাম রক্ষা করতে গিয়ে কে হকের ওপর অবস্...