একজন বীর মুক্তি যোদ্ধার কিছু কথা
"ভুলের দেশে মূলের নাই বিচার"
------------------------------------
একজন বীর মুক্তি যোদ্ধার কিছু কথা
----------------------------------------
বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুর রহমান সরকার
ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত ২নং খন্ডের ১৮,৪২৫ ক্রমিক এ কল্যান ট্রাস্ট এ রক্ষিত
-----------------------------------------------------------------------------------------
৭১ এ যোদ্ধ কালিন ১১ নং সেক্টর এর ডিপোটি কমান্ডার সাহেবের একটি প্রকৃত প্রতি বেদন। তিনি ১৯৯৬ ইং সনে স্পেশাল ব্রাঞ্চ এ উপ পরিদর্শক হিসাবে "মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা" মহোদয় এর নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। সেই কারণে মুক্তি যোদ্ধার সুযোগ সুবিধা না দিয়ে বাধ্যতা মুলক অবসর দেওয়া হয়েছে। দীর্ঘ দিন আদালতে ন্যয় বিচারের আশায় রিট নং ২৪০৬/১৩ মতে মহামান্য হাই কোর্ট মুক্তি যোদ্ধা হিসাবে বিবেচনায় নিয়ে তার পক্ষে রায় প্রদান করেন। এই জন্য আমি মো: সারোয়ার আলম মহামান্য হাই কোর্ট কে ধন্যবাদ জানাই। অতিবঃ দুঃখের বিষয় এই যে, এই দেশের শ্রেষ্ট সন্তান হইয়েও পুলিশ হেড কোয়াটার (আই জি) অফিস মহামান্য হাই কোর্ট এর রায়কে অবমাননা করিয়া রায় এর বিরূদ্ধে আপিল বিভাগে পাটিয়েছে ।
সীমাহীন দুঃখ কষ্টের মাঝে জাতির শ্রেষ্ট সন্তান এর পারিবারিক দুর্দশা দেখিয়া আমার মনে অনেক কষ্ট। "মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার" নিরাপত্তা কর্মকর্তা ছিলেন, তিনি একজন সৎ লোক তাহা আমরা স্থানীয় ভাবে জানি। এই কারণেই বুঝি তার এত দুঃখ কষ্ট । তাই আমি "মাননীয় প্রধান মন্ত্রীর" নিকট দৃষ্টি আকর্ষন করার জন্য অনুরোধ করছি। যেখানে আপনি মুক্তি যুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করেন। সেই দেশেই যদি এই ধরনের প্রতারনা চলে, তা হলে আমরা কোথায় যাবো? এত লোকের ভীরে যারা দেশের দায়ীত্ব পালনে উত্তপ্ত বালির উপরে দাড়িয়ে দেশ পরিচালনা করছেন। একমাত্র আল্লাহ আপনার সহায়।
-----------------------------------------------------------------------------------------
৭১ এ যোদ্ধ কালিন ১১ নং সেক্টর এর ডিপোটি কমান্ডার সাহেবের একটি প্রকৃত প্রতি বেদন। তিনি ১৯৯৬ ইং সনে স্পেশাল ব্রাঞ্চ এ উপ পরিদর্শক হিসাবে "মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা" মহোদয় এর নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। সেই কারণে মুক্তি যোদ্ধার সুযোগ সুবিধা না দিয়ে বাধ্যতা মুলক অবসর দেওয়া হয়েছে। দীর্ঘ দিন আদালতে ন্যয় বিচারের আশায় রিট নং ২৪০৬/১৩ মতে মহামান্য হাই কোর্ট মুক্তি যোদ্ধা হিসাবে বিবেচনায় নিয়ে তার পক্ষে রায় প্রদান করেন। এই জন্য আমি মো: সারোয়ার আলম মহামান্য হাই কোর্ট কে ধন্যবাদ জানাই। অতিবঃ দুঃখের বিষয় এই যে, এই দেশের শ্রেষ্ট সন্তান হইয়েও পুলিশ হেড কোয়াটার (আই জি) অফিস মহামান্য হাই কোর্ট এর রায়কে অবমাননা করিয়া রায় এর বিরূদ্ধে আপিল বিভাগে পাটিয়েছে ।
সীমাহীন দুঃখ কষ্টের মাঝে জাতির শ্রেষ্ট সন্তান এর পারিবারিক দুর্দশা দেখিয়া আমার মনে অনেক কষ্ট। "মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার" নিরাপত্তা কর্মকর্তা ছিলেন, তিনি একজন সৎ লোক তাহা আমরা স্থানীয় ভাবে জানি। এই কারণেই বুঝি তার এত দুঃখ কষ্ট । তাই আমি "মাননীয় প্রধান মন্ত্রীর" নিকট দৃষ্টি আকর্ষন করার জন্য অনুরোধ করছি। যেখানে আপনি মুক্তি যুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করেন। সেই দেশেই যদি এই ধরনের প্রতারনা চলে, তা হলে আমরা কোথায় যাবো? এত লোকের ভীরে যারা দেশের দায়ীত্ব পালনে উত্তপ্ত বালির উপরে দাড়িয়ে দেশ পরিচালনা করছেন। একমাত্র আল্লাহ আপনার সহায়।
hm
ReplyDelete