Posts

Showing posts from June, 2015

একজন বীর মুক্তি যোদ্ধার কিছু কথা

"ভুলের দেশে মূলের নাই বিচার" -----পর্ব---৪---চলবে ------------------------------------ একজন বীর মুক্তি যোদ্ধার কিছু কথা ---------------------------------------- বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুর রহমান সরকার ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত ২নং খন্ডের ১৮,৪২৫ ক্রমিক এ কল্যান ট্রাস্ট এ রক্ষিত --------------------------------------------------------------------------------- ১১নং সেক্টরের ডিপুটি কমান্ডার -------------------------------------- বাংলাদেশের বীর মুক্তি যোদ্ধাগণ মৃত্যু পন করে ঝাপিয়া পরেছিল স্বাধীনতার যুদ্ধে। ৯মাসে আমরণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই স্বাধীন দেশের বীর মুক্তি যোদ্ধাদের করুণ অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়। তারই অন্যতম এক বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুর রহমান সরকার ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত ২নং খন্ডের ১৮,৪২৫ ক্রমিক এ কল্যান ট্রাস্ট এ রক্ষিত। কালের পরিবর্তনে এক নির্মম পরিহাস- হাট হয়েছে ঘাট, আর ঘাট হয়েছে হাট। এই পবিত্র দেশে নেমে আসে এক অন্ধকার দিগন্ত। দেশের প্রধান বিচারপ্রতি এস.কে সিনহা্ বলেন বংলাদেশের বিচার বিভাগ স্বাধীন নাই। তিনি আরও বলেন পুলিশের কারণে মানুষ সঠিক ...

একজন বীর মুক্তি যোদ্ধার কিছু কথা

"ভুলের দেশে মূলের নাই বিচার" -----পর্ব---৩---চলবে ------------------------------------ একজন বীর মুক্তি যোদ্ধার কিছু কথা ---------------------------------------- বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুর রহমান সরকার ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত ২নং খন্ডের ১৮,৪২৫ ক্রমিক এ কল্যান ট্রাস্ট এ রক্ষিত --------------------------------------------------------------------------------- ১১নং সেক্টরের ডিপুটি কমান্ডার -------------------------------------- বাংলাদেশের প্রকৃত জন্মদাতা হিসাব করলে বীর মুক্তি যোদ্ধাদের বললে ভুল হবেনা। কিন্তু দু:খের বিষয় এই দেশের বিকৃত রাজনীতি নিজেদের লোকদের সুবিধার জন্য বীর মুক্তি যোদ্ধাদের হেয় প্রতিপন্ন করিয়া তাদের জীবনের বিনিমেয়ে যোদ্ধ করিয়া ৩০ লক্ষ মানুষের শহীদের বিনিময়ে এই বাংলাদেশের মানচিত্র উপহার দিল মুক্তি যোদ্ধারা। আজ দেখা যাচ্ছে যে, প্রশাসন ও রাজনীতির রোশানলে মুখে মুক্তি যোদ্ধার চেতনার দেশ পরিচালনা করলও বাস্তবে তার অন্য রূপ। তার ই এক বাস্তব দৃষ্টান্ত এই মুক্তি যোদ্ধা, হাইকোটের রায় অবমাননা করিয়া মুক্তি যোদ্ধা জানা সত্বেও তাকে চাকরিতে ...