একজন বীর মুক্তি যোদ্ধার কিছু কথা
"ভুলের দেশে মূলের নাই বিচার" -----পর্ব---৪---চলবে
------------------------------------
একজন বীর মুক্তি যোদ্ধার কিছু কথা
----------------------------------------
বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুর রহমান সরকার ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত ২নং খন্ডের ১৮,৪২৫ ক্রমিক এ কল্যান ট্রাস্ট এ রক্ষিত---------------------------------------------------------------------------------
১১নং সেক্টরের ডিপুটি কমান্ডার
--------------------------------------
বাংলাদেশের বীর মুক্তি যোদ্ধাগণ মৃত্যু পন করে ঝাপিয়া পরেছিল স্বাধীনতার যুদ্ধে। ৯মাসে আমরণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই স্বাধীন দেশের বীর মুক্তি যোদ্ধাদের করুণ অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়। তারই অন্যতম এক বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুর রহমান সরকার ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত ২নং খন্ডের ১৮,৪২৫ ক্রমিক এ কল্যান ট্রাস্ট এ রক্ষিত। কালের পরিবর্তনে এক নির্মম পরিহাস- হাট হয়েছে ঘাট, আর ঘাট হয়েছে হাট। এই পবিত্র দেশে নেমে আসে এক অন্ধকার দিগন্ত।
দেশের প্রধান বিচারপ্রতি এস.কে সিনহা্ বলেন বংলাদেশের বিচার বিভাগ স্বাধীন নাই। তিনি আরও বলেন পুলিশের কারণে মানুষ সঠিক বিচার পায়না, পুলিশের কাজ ভাল না। তিনি প্রধান বিচারপ্রতি হয়ে আইন অধীকারী সর্ব ভৌমত্ব প্রয়োগের সামিল, কিছুদিন পূর্বে যিনি বিচারপ্রতি থাকা কালে সরকারকে আর্থিক সুবিধা দেখিয়ে অনেক বীর মুক্তি যোদ্ধাদের আপিল বিভাগে চাকরী থেকে বহিষ্কার করে দেন। যে বিচারপ্রতি মহামান্য হাই কোটের রায় কে নিমিসে শেষ করে দেয় এদেশ কি পাবে আল্লাহ ভাল জানে। মুক্তি যোদ্ধের চেতনা বিবেচনা না করিয়া স্বাধীনতার চেতনা বিরুধী কাজ করিয়া প্রধান বিচারপ্রতি হইয়াছেন। এই বাংলাদেশে বসিয়া মুক্তি যুদ্ধাদের অর্জন নষ্ট করা যাবে না। মুখে মুখে মুক্তি যুদ্ধাদের ভালবাসার গল্প শুনাইয়া অন্তরে অন্য রূপ আল্লাহ সহ্য করবেন না। ভাল কাজের ফল ভাল আর মন্ধ কাজের ফল মন্ধই হয়--------------এই বানী
...........................................সরোয়ার আলম..................................
...........................................সরোয়ার আলম..................................
Comments
Post a Comment