"ভুলের দেশে মূলের নাই বিচার" -----পর্ব---৬---চলবে
------------------------------------

একজন বীর মুক্তি যোদ্ধার কিছু কথা
----------------------------------------

বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুর রহমান সরকার ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত ২নং খন্ডের ১৮,৪২৫ ক্রমিক এ কল্যান ট্রাস্ট এ রক্ষিত
---------------------------------------------------------------------------------
১১নং সেক্টরের ডিপুটি কমান্ডার
--------------------------------------

বাংলাদেশের বীর মুক্তি যোদ্ধাগণ মৃত্যু পন করে ঝাপিয়া পরেছিল স্বাধীনতার যুদ্ধে। ৯মাসে আমরণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই স্বাধীন দেশের বীর মুক্তি যোদ্ধাদের করুণ অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়। তারই অন্যতম এক বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুর রহমান সরকার ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত ২নং খন্ডের ১৮,৪২৫ ক্রমিক এ কল্যান ট্রাস্ট এ রক্ষিত। কালের পরিবর্তনে এক নির্মম পরিহাস- হাট হয়েছে ঘাট, আর ঘাট হয়েছে হাট। এই পবিত্র দেশে নেমে আসে এক অন্ধকার দিগন্ত।


মুক্তি যোদ্দার সরকারের আমলে বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুর রহমান সরকার(বিপিএন) হওয়া সত্বেও মহামান্য হাই কোটরে রায় পাওয়া পুলশি কর্মকর্তার চাকুরী পুণ:বহাল করছেনা কেন? প্রধান মন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার পুণ:বহাল কেন হচ্ছে না? এই সব অঙ্গীকারের উৎস কোথায়? আমি জানতে চাই।

Comments

Popular posts from this blog