Posts

Showing posts from May, 2019

টিক টিকির মত একটি লোক "পীযূষ বন্দ্যোপাধ্যায়" সে নাকি বলে দাঁড়ি রাখা এবং টাখনুর উপর জামা পরিধান জঙ্গি হওয়ার লক্ষণ...।

Image
টিক টিকির মত একটি লোক "পীযূষ বন্দ্যোপাধ্যায়" সে নাকি বলে দাঁড়ি রাখা এবং টাখনুর উপর জামা পরিধান জঙ্গি হওয়ার লক্ষণ...। এই কাফেরের বাচ্চা কাফের তুই এই কথা বলার কে??? R পাশে বসে আছে মাথায় টুপি দিয়ে ফরিদুদ্দিন মাসউদ উনি কি করছেন? পীযূষ বন্দ্যোপাধ্যায়োর কানের উপর ঠাস ঠাস করে কয়েকটা চর মারতে পারলেন না। ফরিদুদ্দিন মাসউদ সাহেব আপনি পাশে বসে এই কথা সোনার পর আপনার কলিজা কেপে উঠলোনা??? পীযূষ বন্দ্যোপাধ্যায় আপনাকে বলি... নবীর সুন্নাত নিয়ে বাজে কথা বলার সাহস পান কোথায় থেকে? কথা বালার সময় মুখে লাগাম দিয়ে কথা বলুন, তানাহলে জিভের জায়গায় জিভ থাকবেনা। .................................... মোঃ সারোয়ার আলম

রমজান হোক তওবার সুযোগ

Image
রমজান হোক তওবার সুযোগ শুরু হয়েছে পবিত্র রমজান। এ মাসের প্রতিটি ইবাদত যেন অবহেলায় বিফলে ব্যর্থ না হয় সেজন্য আমাদের সচেতন থাকতে হবে রমজানের এ মধ্যবর্তী সময়েও। সারা বছরের সব ত্রুটি-বিচ্যুতি থেকে আল্লাহ পাকের কাছ থেকে মার্জনা ও ক্ষমা চেয়ে নেওয়ার এমন বিরল সুযোগ আগামীবার জুটবে কি না, নিশ্চয়তা নেই। মাহে রমজানের গুরুত্ব বোঝানোর জন্য এটুকুই যথেষ্ট যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমযানের আগ থেকেই তাঁর দোয়ায় আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাতেন, হে আল্লাহ! তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। মুআল্লা ইবনুল ফযল (র.) বলেছেন, আমাদের পূর্বসুরী বুযুর্গরা রমজানের আগে বছরের ছয় মাস শুধু এ দোয়ায় করতেন যেন আল্লাহ পাক তাদের রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখেন। আর রমজানের পর বাকি ছয় মাস তারা দোয়া করতেন, আল্লাহ পাক যেন অতীত হওয়া রমজান মাসে কৃত সব নেকআমলগুলো কবুল করে নেন। তবে এ রমজানকে সত্যিই সাফল্যময় অর্থে কাজে লাগাতে চাইলে কয়েকটি বিষয়ে সতর্ক হতে হবে। এসবের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে-তওবা। তওবা শব্দের অর্থ-ফিরে আসা। সারা বছর এবং জীবনভর স্বেচ্ছা...

মা

Image
সংসারী ছেলে মা কে ডেকে বলছে......... "মা একটা কথা বলি? আমার একটা অনুরোধ রাখবে?" মা-"তুই চাইলে আমি কি না করতে পারি? বল তোর সব কথা আমি রাখবো।" "তোমার বৌমা বলছিলো...তোমার তো বয়স হয়েছে।এখন তো তোমার শরীরের একটু বিশ্রামের প্রয়োজন... আর এই বাড়িটা তো খুব একটা ভালো না। ছোট ঘুপচি....... তোমার কাশিটাও বেড়ে গেছে। আরো তো ডায়বেটিকস আছেই, হার্টের সমস্যা, হাড়ের সমস্যা আরো কতো কি!" মা:"হ্যাঁ রে... মনে হয় আর বেশিদিন...!!!!" " আহ... থামো তো মা। তোমার সবসময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে। আচ্ছা তোমাকে তাহলে গ্রামের বাড়িতে... না না ওই যে বৃদ্ধাশ্রমের স্পেশাল ব্র্যাঞ্চে ভর্তি করালে কেমন হয়?......এটাই বলছিলো তোমার বৌমা। ওখানে অনেকে থাকবে তোমার মতোই। তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নাই, আমি ব্যাবসায় দৌড়াচ্ছি, তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিনই স্কুলে।ওখানে তুমি আরামেই থাকবে মা।....... মা এটাই আমার . . মানে আমাদের অনুরোধ ছিলো।" "আচ্ছা তুই চাইলে তাই হবে"। "থ্যাংকস মা......আচ্ছা কালকে বিকেলেই কিন্তু তাহলে ওখানে যাচ্ছো। তোমা...

ছেলে/মেয়ে পরীক্ষায় ফেইল করলে মা ও কান্না করে।

Image
২০১৯ সনের S.S.C পরীক্ষায় মেয়ে ফেইল করাতে মা ও মেয়ে দুজনেই কান্নায় ভেঙে পড়েন। আমরা কি কখনও ভেবে দেখেছি??? আমাদের মা বাবা আমাদের পড়াশোনার জন্য আমাদের চেয়ে কত বেশি কষ্ট করেন। সকালের নাস্তা বানানো টিফিন তৈরি করা থেকে শুরু করে স্কুলে নিয়ে যাওয়া- নিয়ে আসা কত কি.........। ওনারা আমাদের কাছে শুধু চান আমরা যাতে ভাল রেজাল্ট করে ভাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভলোভাবে পড়াশোনা করে মানুষের মত মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারি। আর আমরা পড়াশোনা বাদ দিয়ে মোবাইল, ফেসবুক, টুইটার, BF/GF ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি, পড়াশোনা মনোযোগ দেই কম বিনিময়ে পরীক্ষায় করি ফেইল। আমরা পরীক্ষায় ফেইল করলে আমাদের মা-বাবা কত যে কষ্ট পায়, আমরা কখনও তা বুঝতে চেষ্টা ও করিনা।                                                                                        ...