ছেলে/মেয়ে পরীক্ষায় ফেইল করলে মা ও কান্না করে।

২০১৯ সনের S.S.C পরীক্ষায় মেয়ে ফেইল করাতে মা ও মেয়ে দুজনেই কান্নায় ভেঙে পড়েন। আমরা কি কখনও ভেবে দেখেছি??? আমাদের মা বাবা আমাদের পড়াশোনার জন্য আমাদের চেয়ে কত বেশি কষ্ট করেন। সকালের নাস্তা বানানো টিফিন তৈরি করা থেকে শুরু করে স্কুলে নিয়ে যাওয়া- নিয়ে আসা কত কি.........। ওনারা আমাদের কাছে শুধু চান আমরা যাতে ভাল রেজাল্ট করে ভাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভলোভাবে পড়াশোনা করে মানুষের মত মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারি। আর আমরা পড়াশোনা বাদ দিয়ে মোবাইল, ফেসবুক, টুইটার, BF/GF ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি, পড়াশোনা মনোযোগ দেই কম বিনিময়ে পরীক্ষায় করি ফেইল। আমরা পরীক্ষায় ফেইল করলে আমাদের মা-বাবা কত যে কষ্ট পায়, আমরা কখনও তা বুঝতে চেষ্টা ও করিনা। 

         
                                                                                                         ........................................
                                                                                                           মোঃ সারোয়ার আলম

Comments

Popular posts from this blog