পানি পান করার মতো নিত্যদিনের কাজকেও আপনি কয়েকটি খুব
সহজ আদব ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে সওয়াব লাভের উপায়
করে নিতে পারেন। এই আদবগুলোর কিছু এখানে দেওয়া হল-
১/ বসে পানি পান করা মুস্তাহাব।
২/ ডান হাত দ্বারা পানি পানকরা সুন্নত
৩/ পাত্রে যে স্থানে ফাটা রয়েছে ঐখানে মুখ না রাখা।
৪/ তিন শ্বাসে পানি পান করাউত্তম, প্রত্যেকবার পাত্র
থেকে মুখ পৃথককরা।
৫/ পাত্রের ভীতরে শ্বাস অথবা ফুঁকদিবেনা। ৬/ পান করা র শুরুতে ﻪﻠﻟﺁ ﻢﺴﺑ (বিসমিল্লাহ) বলা আর শেষে ﻪﻠﻟ ﺪﻤﺤﻟﺁ (আলহামদুলিল্লাহ) বলা সুন্নত।
৭/ পানি পান করার শেষে এই দোয়া পড়া- "সমস্ত
প্রশংসা আল্লাহ তা’য়ার জন্য, যিনি পানিকে মিষ্টি করেছেন।
আমাদের গুনাহের কারনে তিক্ত করেননি।"
৮/ দুধ, চা, এজাতীয় তরল জিনিস পান করার সময় এই
দোয়া পড়া- "হে আল্লাহ আমাদের, এই খাবারের মধ্যে বরকত
দিন। এবং উহা বৃদ্ধি করে দিন।"
৯/ জমজমের পানি কেবলার দিকে মুখ করে দাড়িয়ে পান
করা সুন্নত।
১০/ জমজমের পানি পান করার দোয়া-"হে আল্লাহ
আমাকে উপকারী এলেম দানকরুন। এবং রিযিকে প্রাচুর্যতা দান
করুন। এবং আরোগ্যতা দান করুন।"
এভাবে পান করলে আমাদের খুব একটা সময় লাগবেনা। শুধু
দরকার একটু মানসিকতা। ধন্যবাদ।
সহজ আদব ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে সওয়াব লাভের উপায়
করে নিতে পারেন। এই আদবগুলোর কিছু এখানে দেওয়া হল-
১/ বসে পানি পান করা মুস্তাহাব।
২/ ডান হাত দ্বারা পানি পানকরা সুন্নত
৩/ পাত্রে যে স্থানে ফাটা রয়েছে ঐখানে মুখ না রাখা।
৪/ তিন শ্বাসে পানি পান করাউত্তম, প্রত্যেকবার পাত্র
থেকে মুখ পৃথককরা।
৫/ পাত্রের ভীতরে শ্বাস অথবা ফুঁকদিবেনা। ৬/ পান করা র শুরুতে ﻪﻠﻟﺁ ﻢﺴﺑ (বিসমিল্লাহ) বলা আর শেষে ﻪﻠﻟ ﺪﻤﺤﻟﺁ (আলহামদুলিল্লাহ) বলা সুন্নত।
৭/ পানি পান করার শেষে এই দোয়া পড়া- "সমস্ত
প্রশংসা আল্লাহ তা’য়ার জন্য, যিনি পানিকে মিষ্টি করেছেন।
আমাদের গুনাহের কারনে তিক্ত করেননি।"
৮/ দুধ, চা, এজাতীয় তরল জিনিস পান করার সময় এই
দোয়া পড়া- "হে আল্লাহ আমাদের, এই খাবারের মধ্যে বরকত
দিন। এবং উহা বৃদ্ধি করে দিন।"
৯/ জমজমের পানি কেবলার দিকে মুখ করে দাড়িয়ে পান
করা সুন্নত।
১০/ জমজমের পানি পান করার দোয়া-"হে আল্লাহ
আমাকে উপকারী এলেম দানকরুন। এবং রিযিকে প্রাচুর্যতা দান
করুন। এবং আরোগ্যতা দান করুন।"
এভাবে পান করলে আমাদের খুব একটা সময় লাগবেনা। শুধু
দরকার একটু মানসিকতা। ধন্যবাদ।
Comments
Post a Comment