মানুষের হাক্ব:
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি ছোটদের প্রতি দয়া করে না ও বড়দের অধিকার বুঝে না, সে ব্যক্তি মুসলমান নয়’ (আবুদাঊদ, তিরমিযী) অন্য বর্ণনায় আছে, "যে ব্যাক্তি ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করেনা, সে আমাদের কেউ না"
রাসূলুল্লাহ (ছাঃ) আরো বলেন,... আল্লাহ কখনো ঐ ব্যক্তির উপর রহম করেন না, যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না। (মুত্তাফাক্ব ‘আলাইহ)।
তিনি বলেন, দয়াশীলদের প্রতি অসীম দয়ালু আল্লাহ রহম করে থাকেন। অতএব হে যমীনবাসীগণ! তোমরা পরস্পরের প্রতি দয়া কর, আসমানবাসী (আল্লাহ) তোমাদের প্রতি দয়া করবেন’ (আবুদাঊদ, তিরমিযী) ।
Comments
Post a Comment