Posts

Showing posts from 2015

হাদিস

হযরত যায়েদ ইবনে সাবেত রদিয়াল্লহু আ’নহু (زيْد بْن ثابتٍ رضى الله عنْه)  বলেন, (নবী করীম সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লামের পক্ষ হইতে) আমাদিগকে হুকুম করা হইয়াছিল যে, আমরা যেন প্রত্যেক নামাযের পর সুবহা’নাল্লহ তেত্রিশ বার, আলহা’মদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লহু আকবার চৌত্রিশ বার পাঠ করি। এক আনসারী সাহাবী রদিয়াল্লহু আ’নহু স্বপ্নে দেখিলেন, কেহ বলিতেছে, তোমদিগকে কি রসুলুল্লহ সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লাম প্রত্যেক নামাযের পর সুবহা’নাল্লহ তেত্রিশ বার, আলহা’মদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লহু আকবার চৌত্রিশ বার পড়িতে হুকুম দিয়াছেন? উক্ত সাহাবী বলিলেন, হ্যাঁ। সে ব্যক্তি বলিল, প্রত্যেকটি পঁচিশ পড়িয়া উহার সহিত লা-ইলাহা ইল্লাল্লহ পঁচিশ বার বাড়াইয়া লও। সুতরাং সকাল বেলা নবী করীম সল্লাল্লহু আ’লাইহি ওয়া সাল্লামের খেদমতে হাজির হইয়া উক্ত সাহাবী স্বপ্নের কথা বর্ণনা করিলে তিনি বলিলেন, এই রকমই পড়। অর্থাৎ স্বপ্ন অনুযায়ী পড়িবার অনুমতি দান করিলেন। ( তিরমিযী )
"ভুলের দেশে মূলের নাই বিচার" -----পর্ব---৬---চলবে ------------------------------------ একজন বীর মুক্তি যোদ্ধার কিছু কথা ---------------------------------------- বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুর রহমান সরকার ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত ২নং খন্ডের ১৮,৪২৫ ক্রমিক এ কল্যান ট্রাস্ট এ রক্ষিত --------------------------------------------------------------------------------- ১১নং সেক্টরের ডিপুটি কমান্ডার -------------------------------------- বাংলাদেশের বীর মুক্তি যোদ্ধাগণ মৃত্যু পন করে ঝাপিয়া পরেছিল স্বাধীনতার যুদ্ধে। ৯মাসে আমরণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই স্বাধীন দেশের বীর মুক্তি যোদ্ধাদের করুণ অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়। তারই অন্যতম এক বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুর রহমান সরকার ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত ২নং খন্ডের ১৮,৪২৫ ক্রমিক এ কল্যান ট্রাস্ট এ রক্ষিত। কালের পরিবর্তনে এক নির্মম পরিহাস- হাট হয়েছে ঘাট, আর ঘাট হয়েছে হাট। এই পবিত্র দেশে নেমে আসে এক অন্ধকার দিগন্ত। মুক্তি যোদ্দার সরকারের আমলে বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুর রহমান সরকার(বিপিএন) হওয়া সত্বেও মহামান্য হাই কোটরে রায় ...

SR Picture

Image

একজন বীর মুক্তি যোদ্ধার কিছু কথা

"ভুলের দেশে মূলের নাই বিচার" -----পর্ব---৪---চলবে ------------------------------------ একজন বীর মুক্তি যোদ্ধার কিছু কথা ---------------------------------------- বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুর রহমান সরকার ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত ২নং খন্ডের ১৮,৪২৫ ক্রমিক এ কল্যান ট্রাস্ট এ রক্ষিত --------------------------------------------------------------------------------- ১১নং সেক্টরের ডিপুটি কমান্ডার -------------------------------------- বাংলাদেশের বীর মুক্তি যোদ্ধাগণ মৃত্যু পন করে ঝাপিয়া পরেছিল স্বাধীনতার যুদ্ধে। ৯মাসে আমরণ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই স্বাধীন দেশের বীর মুক্তি যোদ্ধাদের করুণ অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়। তারই অন্যতম এক বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুর রহমান সরকার ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত ২নং খন্ডের ১৮,৪২৫ ক্রমিক এ কল্যান ট্রাস্ট এ রক্ষিত। কালের পরিবর্তনে এক নির্মম পরিহাস- হাট হয়েছে ঘাট, আর ঘাট হয়েছে হাট। এই পবিত্র দেশে নেমে আসে এক অন্ধকার দিগন্ত। দেশের প্রধান বিচারপ্রতি এস.কে সিনহা্ বলেন বংলাদেশের বিচার বিভাগ স্বাধীন নাই। তিনি আরও বলেন পুলিশের কারণে মানুষ সঠিক ...

একজন বীর মুক্তি যোদ্ধার কিছু কথা

"ভুলের দেশে মূলের নাই বিচার" -----পর্ব---৩---চলবে ------------------------------------ একজন বীর মুক্তি যোদ্ধার কিছু কথা ---------------------------------------- বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুর রহমান সরকার ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত ২নং খন্ডের ১৮,৪২৫ ক্রমিক এ কল্যান ট্রাস্ট এ রক্ষিত --------------------------------------------------------------------------------- ১১নং সেক্টরের ডিপুটি কমান্ডার -------------------------------------- বাংলাদেশের প্রকৃত জন্মদাতা হিসাব করলে বীর মুক্তি যোদ্ধাদের বললে ভুল হবেনা। কিন্তু দু:খের বিষয় এই দেশের বিকৃত রাজনীতি নিজেদের লোকদের সুবিধার জন্য বীর মুক্তি যোদ্ধাদের হেয় প্রতিপন্ন করিয়া তাদের জীবনের বিনিমেয়ে যোদ্ধ করিয়া ৩০ লক্ষ মানুষের শহীদের বিনিময়ে এই বাংলাদেশের মানচিত্র উপহার দিল মুক্তি যোদ্ধারা। আজ দেখা যাচ্ছে যে, প্রশাসন ও রাজনীতির রোশানলে মুখে মুক্তি যোদ্ধার চেতনার দেশ পরিচালনা করলও বাস্তবে তার অন্য রূপ। তার ই এক বাস্তব দৃষ্টান্ত এই মুক্তি যোদ্ধা, হাইকোটের রায় অবমাননা করিয়া মুক্তি যোদ্ধা জানা সত্বেও তাকে চাকরিতে ...

একজন বীর মুক্তি যোদ্ধার কিছু কথা

Image
"ভুলের দেশে মূলের নাই বিচার" ------------------------------------ একজন বীর মুক্তি যোদ্ধার কিছু কথা ---------------------------------------- বীর মুক্তি যোদ্ধা মো: আব্দুর রহমান সরকার ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত ২নং খন্ডের ১৮,৪২৫ ক্রমিক এ কল্যান ট্রাস্ট এ রক্ষিত  ----------------------------------------------------------------------------------------- ৭১ এ যোদ্ধ কালিন ১১ নং সেক্টর এর ডিপোটি কমান্ডার সাহেবের একটি প্রকৃত প্রতি বেদন। তিনি ১৯৯৬ ইং সনে স্পেশাল ব্রাঞ্চ এ উপ পরিদর্শ‍‍ক হিসাবে "মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা" মহোদয় এর নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। সেই কারণে মুক্তি যোদ্ধার সুযোগ সুবিধা না দিয়ে বাধ্যতা মুলক অবসর দেওয়া হয়েছে। দীর্ঘ দিন আদালতে ন্যয় বিচারের আশায় রিট নং ২৪০৬/১৩ মতে মহামান্য হাই কোর্ট মুক্তি যোদ্ধা হিসাবে বিবেচনায় নিয়ে তার পক্ষে রায় প্রদান করেন। এই জন্য আমি মো: সারোয়ার আলম মহামান্য হাই কোর্ট কে ধন্যবাদ জানাই। অতিবঃ দুঃখের বিষয় এই যে, এই দেশের শ্রেষ্ট সন্তান হইয়েও পুলিশ হেড কোয়াটার (আই জি) অফিস মহামান্য হাই কোর্ট এর রায়কে অবমাননা করিয়া রায়...

আমল

Image
স্বাধীনতা মানে, অতীতের দুঃখ কষ্ট ভুলে যাওয়া। স্বাধীনতা মানে,ছেলে হারা মায়ের মুখের হাসি। স্বাধীনতা মানে,আমার সোনার বাংলা,আমি তোমায় ভালবাসি।